ভিন্নচোখ ll আশরাফুল মোসাদ্দেক এর কবিতা

অথচ জল পড়েছে টন টন

কোথাও নড়েনি পাতা

নিশ্চয়ই কোথাও খুব গোপনে

স্ফুরিত হয়েছে ভুল

 

জল সার রসায়নে ভুল নেই

মুকল আসেনি আমে

মাটি পরীক্ষার ফল অনুকূলে

কোথাও বেঁধেছে গোল

 

মহব্বত দিবসে গোলাপ কলি

লজ্জায় হয়েছে লাল

হয়েছে নির্বাক চোখাচোখি

অথচ ফোটেনি ফুল

 

তবুও পরাজিত নয় বালক

পায়রা নদীর স্রোতে

এভারেস্টের ভারি দ্বিধা পেরিয়ে

বসে থাকে আকাঙ্ক্ষায়

 

চোখের ভিতর হাতছানি দেয়

একজোড়া ভিন্নচোখ

একটি একটি করে ঝরে যায়

নিদাঘে আমের মুকুল

 

আকাঙ্ক্ষা এমনই জটিল মোহ

ফোটে আর ঝরে যায়

বিভ্রান্তির ঝলমলে পারিজাত

বৃক্ষের লুকোনো শিরে

 

টনটন জলে ভেসে যায় আশা

নড়ে না বালিকা পাতা

ফলাফলে জামাল গোটার চূর্ণ

হিসেব হয়েছে ভুল

 

Print Friendly, PDF & Email

Related Posts