মেসি-ডি মারিয়ারা মার্চে পানামার বিপক্ষে খেলবেন

মার্চের শেষ সপ্তাহে ঘরের মাঠে প্রথমবার ম্যাচ খেলতে নামবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে তারা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পানামা ও সুরিনামের মুখোমুখি হবে। ২৩ মার্চ রিভার প্লেটের ঘরের মাঠ মনুমেন্টালে প্রথম ম্যাচে পানামাকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। তবে পরের ম্যাচটির তারিখ এখনও ঠিক হয়নি।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ফিফা র‍্যাংকিংয়ে ১৩৯ নম্বরে থাকা সুরিনামের সঙ্গে ২৬ থেকে ২৮ মার্চ খেলতে পারে আর্জেন্টিনা। আর ম্যাচটির সম্ভাব্য ভেন্যু কর্ডোভার মারিও আলবার্তো কেম্পেস বা বুয়েন্স আয়ার্সের সান্তিয়াগো দেল এস্তেরো।

এ দুই ম্যাচকে ঘিরে এখনই উন্মাদনা শুরু হয়েছে। কারণটা হলো আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও ডি মারিয়ার থাকা না থাকা নিয়ে। যদিও এখনও দল ঘোষণা করেননি কোচ লিওনেল স্কালোনি। তবে তারা এই ম্যাচ দিয়ে ইতি টানবেন নাকি আরও কিছুদিন খেলবেন- এ নিয়ে কথা হচ্ছে বেশ। যদিও কয়দিন আগে এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার কোচ নিজেই তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ‘যত দিন খুশি তারা খেলবে।’

Print Friendly

Related Posts