আইনমন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন

মাইনুদ্দীন রুবেল: রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একসময় ছাত্র ছিলেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মন্ত্রী জানান, তিনি টানা চার বছর ওই স্কুলে পড়াশোনা করেছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি হাই স্কুলের শতবর্ষ পূর্তি উৎসবে নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। ওই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান বদরুল আলম।
আইনমন্ত্রী বলেন, ১৯৬১ সালে আমাকে ভিকারুননিসা স্কুলে ভর্তি করা হয়। ওখানে তখন কেজি ওয়ান, কেজি টু, ক্লাস ওয়ান, ক্লাস টুতে ছেলেরা পড়তে পারতো। এর বেশি আর ছেলেরা পড়তে পারতো না।
তিনি বলেন, আমাকে যখন সেখানে ভর্তি করা হলো তখন আম্মাকে না দেখলে আমি স্কুল থেকে পালিয়ে চলে আসতাম, আর না হয় স্কুলে কাঁদতাম। পরে আমার মাও ওই স্কুলে চাকরি নিলো। এরপর টানা চার বছর আমি ভিকারুননিসায় পড়েছি। পরে সেন্ট জোসেফ হাই স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হয়ে দশম শ্রেণি পর্যন্ত সেখানে পড়েছি। এখন এটা কলেজ হয়ে গেছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মেয়েদের স্কুল হিসেবেই দেশব্যাপী পরিচিত। তবে অনেকেই জানেন না স্কুলটির যাত্রা শুরু হয়েছিল ‘প্রিপারেটরি স্কুল’ হিসেবে।
বিষয়টি খোলাসা করেছেন অনুষ্ঠানের উপস্থাপক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান বদরুল আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক সম্পর্কে তিনি বলেন, আপনারা শুনে অবাক হলেও এটাই সত্যি যে, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আইনমন্ত্রী আনিসুল হক ভিকারুননিসা স্কুলের ছাত্র ছিলেন। একসময় এ স্কুলটি ভিকারুননিসা প্রিপারেটরি স্কুল হিসেবে যাত্রা শুরু করে। সেসময় তিনি ওই স্কুলে ভর্তি হয়েছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার সেন্ট জোসেফ হাই স্কুল থেকে ও-লেভেল পাস করেন। এরপর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাধ্যমে এ-লেভেল সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন। এ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম পাস করেন।
#
Print Friendly

Related Posts