বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ, আজকের সম্ভাব্য একাদশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ বুধবার (১ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। দু’দলই তাদের সম্ভাব্য সেরা একাদশটি নিয়েই মাঠে নামবে আজ।এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশের কোচ চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছেন, আগ্রাসী ক্রিকেট খেলবে তাঁর দল। অন্যদিকে, ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও মনে করিয়ে দিলেন যে, তারা বিশ্বচ্যাম্পিয়ন। প্রথম ওয়ানডেতে দু’দলের একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক।

একনজরে দুদলের সম্ভাব্য একাদশ 
বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস/মার্ক উড, আদিল রশিদ ও জোফরা আর্চার/সাকিব মাহমুদ।

বিশ্বকাপ বছরে প্রথম ওয়ানডে 

বিশ্বকাপ বছরে এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ওয়ানডে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই দ্বিপক্ষীয় সিরিজেও থাকছে ৩০ পয়েন্ট। যদিও দুই দলই এরই মধ্যে নিশ্চিত করেছে সিরিজ। তাই ১০ পয়েন্ট নিয়ে আলোচনা অনেকটাই নেই।

২৩ বছরে ১৭ ম্যাচ, জয় ৪টি

 

২০০০ সাল থেকে এখন পর্যন্ত ২৩ বছরে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ ১৭টি ওয়ানডে খেলেছে। জয় মাত্র ৪টিতে। সবশেষ জয় ঘরের মাঠে ২০১৬ সালে, মিরপুর শের-ই-বাংলায়। চন্ডিকা হাথুরুসিংহের অধীনে পাওয়া সেই জয়ের পর তিনবারের দেখায় প্রত্যেকবার হেরেছে বাংলাদেশ।

 

Print Friendly, PDF & Email

Related Posts