কর্ণফুলী নদীতে ভাসমান বোটে আঞ্চলিক গান ও পাহাড়ি নৃত্য দর্শনে মুগ্ধ দুই পাড়ের হাজারো মানুষ। কর্ণফুলী নদী রক্ষায় তিনদিনের ব্যতিক্রম আয়োজন করেছে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা।
অনুষ্ঠানমালার প্রথম দিনে সম্পন্ন হলো ‘বিনি সুতার মালা’র অনুষ্ঠান।
এ দিন কর্ণফুলী নদীতে ভাসমান বোটে এক ঘাট থেকে অন্যঘাটে ঘুরে ঘুরে কর্ণফুলী দখল দুষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপনের পাশাপাশি আঞ্চলিক গান ও পাহাড়ি নৃত্য পরিবেশন করা হয়।
‘বিনি সুতার মালা’র ভাসমান বোট কর্ণফুলী নদীর সদরঘাট, চরপাথরঘাটা সাম্পান ঘাট, গাইজ্জার ঘাট, তোতার বাপের হাট, কালুর ঘাট, বোয়ালখালী হয়ে নগরীর ব্রিজ ঘাট অভয়মিত্র ঘাট হয়ে বাংলাবাজার এসে সমাপ্ত হয়।
তিনদিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ (বৃহস্পতিবার) নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজ ঘাট থেকে সাম্পান শোভাযাত্রা (র্যালি) হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। সাম্পান শোভাযাত্রায় পাঁচটি সাম্পান মাঝি সমিতির ৩ শতাধিক সাম্পান অংশ নিচ্ছে।