জ,ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে ২১টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ক্রীড়া প্রতিযোগিতায় ২১০ জন শিক্ষার্থী অংশ নেয়।
স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান (মনির), উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আহমেদ আলী, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।