অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।চাম্পিয়ন্স লিগ মানেই পিএসজির দুঃখস্মৃতি। সাম্প্রতিক সময়ে তো ব্যাপারটা রূপ নিয়েছে ট্র্যাজেডিতে। কারণ গত কয়েকটা আসরেই দুর্দান্ত শুরু করে কাজে লাগাতে পারেনি প্যারিসের দলটি। শুধু শিরোপা জেতা বাদে ফাইনাল পর্যন্ত সবগুলো স্তরেই খেলেছে লা প্যারিসিয়ানরা। কিন্তু অধরাই রয়ে গেছে ইউরোপসেরার খেতাব।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের আরও এক পরীক্ষার সামনে পিএসজি। তবে চ্যালেঞ্জটা মোটেও সহজ হচ্ছে না। কারণ ঘরের মাঠেই এই দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। আর এবার তো খেলা প্রতিপক্ষের মাঠে। তাই বায়ার্নের ১১ জন খেলোয়াড়ই নয়, দর্শকভর্তি গ্যালারির বিপক্ষেও লড়তে হবে লা প্যারিসিয়ানদের।
চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই বায়ার্নের সামনে নড়বড়ে পিএসজি। তার ওপর দলের অন্যতম তারকা নেইমারকে পাওয়া যাবে না গুরুত্বপূর্ণ এই ম্যাচে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই তারকা। নেইমারকে না পাওয়টা যে বিরাট ক্ষতি সেটা মানছেন কোচ ক্রিস্টোফার গালতিয়েরও। তবে জয় ছাড়া কিছু ভাবছেন না এই কোচ।