নারী হবার বড্ড যন্ত্রণা ll প্রফেসর ডা. আরিফা শারমিন (মায়া)

নারী হবার বড্ড যন্ত্রণা-
সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা বলছি না,
                     বলছি আমার সময়ের নারীর কথা।
পাট বা বাঁশের কঞ্চি ঘেরা ছাউনির ঘর শুধু নয়
                     অট্টালিকার নান্দনিক দেয়ালের মাঝেও রয়েছে সেই একই ব্যাথা।
নারী হবার বড্ড যন্ত্রণা
মেয়ে আর ছেলে বাচ্চার ভেদাভেদ সততই
                     ধনী কি গরীব এ যেন, সার্বজনীন
সমাজের নিত্য শ্লোগান , বংশের বাতী তো ছেলেরাই!
                     ব্যাথা সমান্তরাল, শিক্ষার লেবাসে  অশিক্ষিত জনগণ।
নারী হবার বড্ড যন্ত্রণা-
স্বল্প আয়ের ঘরে কদাচিৎ ভালো খাবার
                     সেও ছেলের বরাতে, করুণ চোখে মেয়ে নীরব পাপড়ি মেলে
গাছে চড়তে মানা, মাঠে খেলতে মানা, বৃষ্টিতে ভিজতে মানা
                     অজস্র না এর ভিড়ে, আমিত্ব মরে চোখের জলে।
নারী হবার বড্ড যন্ত্রণা-
দিনমজুর বাবার স্বপ্ন,  ঘোড়ারোগ যেন?
                    মেয়েটাকে বানাবে ডাক্তার নয়তো বড় চাকুরে
পাড়ার লোকেদের টিপ্পনি চলছে যে নিয়ত
                   ভালো ছাত্রী তাতে কী? মেয়ে হয়ে জন্মেছিস শখ কেন রে?
নারী হবার বড্ড যন্ত্রণা-
ছেলে মস্ত ডাক্তার/ইঞ্জিনিয়ার নয়ত সরকারী কর্মকর্তা
                  বিনয়ের সাথে চলে সাজিয়ে দেবার প্রস্তাবনা
আধুনিক সমাজ ও নিচু তলার সাথে বড্ড যেন মিল
                 গেঁয়ো রিক্সাওয়ালাও ভাবে একটা টাচ মোবাইলও সে কি পাবে না?
নারী হবার বড্ড যন্ত্রণা-
গরীব মেয়েটার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া
                         স্বপ্নের আকাশে ঘুড়ি উড়ানোর মত
পাত্রস্থ হতে হলে শিক্ষা নয় চাই সৌন্দর্য
                          আর কাড়ি কাড়ি টাকা, পদে পদে হয় লাঞ্চিত।
নারী হবার বড্ড যন্ত্রণা-
পুকুর পাড়ের দুষ্টু ছেলের নোংরা চাহনী
                           প্রতিবাদে দস্যি মেয়ে, মারো দোররা, উপযুক্ত শাস্তি
ভদ্রতার মুখশে অফিস বসের অযাচিত ব্যাবহার
                           সম্ভ্রমহীনতা যেন মেনে নেয়াই নিয়তি।
নারী হবার বড্ড যন্ত্রণা –
লালসার শিকার হচ্ছে প্রতিনিয়ত নারীরা  –
                 বিকশিত নারীত্বের উদ্বেলিত সময়ই শুধু নয়!
বাদ যাচ্ছেনা বিকৃত রুচির হিংস্র থাবা থেকে
                   মায়ের কোল ঘেঁষা  ফুটফুটে শিশুটাও ।
কর্মক্ষেত্রে সমান সময়ে, সমান কাজের ভার
                          তা তে কী? বাড়িতে রক্ষা করতে হবে বরের সম্ভ্রম
তাই তো গৃহিণীর একটু সাহায্যের আবেদনে
                          পুরুষের যেন জাত যাবার উপক্রম।
নারী হবার বড্ড যন্ত্রণা-
শিক্ষিত বা অশিক্ষিত নীরব থাকলে ,
                        কখনো লক্ষ্মী কখনো বা খ্যাত
  প্রতিবাদ হলো সমাজের প্রচণ্ড অপছন্দনীয় শব্দ
               ব্যর্থ জ্ঞানে ক্ষুব্ধ মনে চলছে দিনাতিপাত ।
নারী হবার বড্ড যন্ত্রণা-
বউ থেকে মা – সংসারের রুচি আর চাওয়ার কাছে
                        সে অতি প্রাচীন, বড্ড বেমানান
মা তুমি বুঝবে না, বোঝাতে এসনা।
                        সন্তানের এহেন বাক্যে মা সততই মলিন।
নারী হবার বড্ড যন্ত্রণা-
স্মৃতির বাগানে মিষ্টি গল্পেরা বিদ্রুপ করে হাসে
                        শেষ বয়সে নারী হয়ে উপেক্ষিত
কদাচিৎ কারো নাতি-নাতনি দেখভাল
                      সেও তো নিজ ঘরে পরবাসিরই  মত।
নারী হবার বড্ড যন্ত্রণা-
নিজের মত করে চাইতে মানা ভাবতে মানা
                      কখনও কি নারীর ভাগ্যে ঘটবে এ যন্ত্রণার ইতি?
মনে নিল কি না,  দেখার কেউ নাই –
                       সারাজীবন যেন মেনে নেয়াই নিয়তি।
Print Friendly, PDF & Email

Related Posts