বিক্রি হলো মার্টিনেজের বিশ্বকাপের সেই গ্লাভস

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছিলেন। ফাইনালে যে গ্লাভস পরে মার্টিনেজ আর্জেন্টিনাকে জয় পাইয়ে দিয়েছিলেন, সেই গ্লাভস মানবিক কাজে নিলামে বিক্রি করে দিয়েছেন তিনি।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইন্সটাগ্রামে জানায়, শিশুদের ক্যান্সার হাসপাতালের সহায়তায় মার্টিনেজের গ্লাভস বিক্রি হয়েছে ৪৫ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা। এই টাকা পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি। সেই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে টাকাটা দেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপের সেই গ্লাভস নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নিলামে তোলার আগে সেই গ্লাভসে নিজের অটোগ্রাফেও দিয়েছেন বিশ্বকাপজয়ী এই গোলকিপার। তখন মার্টিনেজ বলেছিলেন, ‘বিশ্বকাপে পরিধান করা গ্লাভস জোড়া আমার কাছে বিশেষ কিছু। কিন্তু আমার ঘরে এটা ঝুলে থাকার চেয়ে শিশুদের বেশি সাহায্য করবে।’

Print Friendly

Related Posts