দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে গণমাধ্যম: নুরুল আমিন রুহুল এমপি
জ,ই বুলবুল : স্বাধীনতার ঘোষণার মাসে জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানামুখী কাজ করে চলেছে। সাংবাদিকদেরও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে তুলে ধরতে হবে।
‘স্বাধীনতাই আমাদের শক্তি’ স্লোগান নিয়ে সোমবার (২০ মার্চ) দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা পদার্পণ করেছে ১৫তম বছরে। পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মিডনাইট সান-৩ হোটেলে দৈনিক বাংলাদেশের আলো’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল এসব কথা বলেন।
বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু পত্রিকা প্রকাশনায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এই সহযোগিতা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে কেক কেটে পত্রিকার জন্মদিন পালন করা হয়।
এ সময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নে সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নে সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বিএফইউজের সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, বিএফইউজের যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএফইউজের দফতর সম্পাদক সেবিকা রাণী, খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান খোকন, ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, কাজী রওনক হোসেন, বাংলাদেশ সম্পাদক পরিষদের আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন, বাংলাদেশ সম্পাদক পরিষদের সদস্য সচিব ও দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)-এর সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশ সমাচার ও ডেইলি ডায়েরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, দৈনিক বঙ্গজননী পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জিয়া, দৈনিক উন্নয়ন বার্তার সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু, দৈনিক আমার বার্তার সম্পাদক মো জসিম উদ্দিন, দ্যা কান্ট্রি টুডে সম্পাদক মো, হেমায়েত হোসেন, দি সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক দীপক আচার্য, দৈনিক সময়চিত্রের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগ বার্তার সম্পাদক রফিকুল ইসলাম, ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, ডিইউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, ডিইউজের নির্বাহী পরিষদের সদস্য ইব্রাহিম খলিল খোকন, দুলাল খান, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)-এর সভাপতি নাসিমা আক্তার সোমা, ডিইউজের কল্যাণ সম্পাদক জুবায়ের চৌধুরী, উজ্জীবিত বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক কামাল চৌধুরী, ঢাকা সাব-এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আন্জুমান আরা শিল্পী উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম বলেন, একটি আলোকিত, উজ্জ্বল এবং একই সঙ্গে কঠিন কাজ করছেন বাংলাদেশের আলো’র সম্পাদক মফিজুর রহমান খান বাবু। আমরা আশা করব তারা উজ্জ্বল আলো ছড়িয়ে পাঠকদের আরো কাছে পৌঁছে যাবে।
বিএফইউজে সহ-সভাপতি মধুসূদন মণ্ডল বলেন, বাংলাদেশের আলো যে পরিসরেই শুরু হোক না কেন, আমি আশা করি এক সময়ে সত্যিকারভাবেই বাংলাদেশের আলো হয়ে পত্রিকাটি ফুটে উঠবে।
ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, পত্রিকা প্রকাশনায় বাংলাদেশের আলো’র সম্পাদক নিয়মিত বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে যে উদাহরণ তৈরি করেছেন তা আমাদের সবার পালন করা উচিত।
ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, বাংলাদেশের আলো দেশ ও সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে। এটাই আমার আশা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বাংলাদেশের আলো সাংবাদিক ইউনিয়নের কর্মকাণ্ড গুরুত্বের সঙ্গে প্রচার করে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি অনেক গণমাধ্যমের বিরুদ্ধে সাংবাদিকদের পাওনা না দেওয়ার অভিযোগ থাকলেও বাংলাদেশের আলোর বিরুদ্ধে কখনো এমন অভিযোগ আসেনি।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল বলেন, বাংলাদেশের আলো বিগত বছরগুলোর মতোই সকল প্রতিকুলতা পেরিয়ে এগিয়ে যাবে এটাই আশা করছি।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল বলেন, এই পত্রিকার সাংবাদিকদের রুটি-রুজির উন্নয়নে আমরা সবসময় পাশে আছি।
জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী বলেন, বাংলাদেশের আলো তার অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা করি।
বিএফইউজের যুগ্ম-সম্পাদক শেখ মামুন বলেন, বেতন-ভাতা না দেওয়ার যে প্রথা গণমাধ্যমে বর্তমানে নিয়মে পরিণত হয়েছে বাংলাদেশের আলো’র সম্পাদক সেই নিয়ম ভেঙ্গেছেন। আমি এই পত্রিকার মঙ্গল কামনা করি।
বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)-এর সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী বলেন, বর্তমানে পত্রিকা প্রকাশনা একটি চ্যালেঞ্জের বিষয়। এই কঠিন সময়ে পত্রিকাটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। তাদের জন্য শুভকামনা।
বাংলাদেশ সম্পাদক ফোরামের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, মফিজুর রহমান খান বাবু সম্পাদক ফোরামের প্রধান উদ্যোক্তা। সম্পাদক ফোরামের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
অতিথিদের শুভেচ্ছা বক্তৃতার পর অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশের আলো’র সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু বলেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি পাঠক, বিজ্ঞাপনদাতা ও প্রচারকার্যে যারা রয়েছেন তাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। পত্রিকাটি আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসাই আমার জিবনের পরম সঞ্চয়।