নেই কোনো সীমানাপ্রাচীর ॥ কাজী রিয়াজুল ইসলাম

ব্যাখ্যার রশি আর কতো দূরে টানবো বলো

যদি কালি হয় সাত সাগরের জলরাশি
তা দিয়েও লিখে শেষ করা যাবে না
তোমাকে কতো ভালোবাসি।

লু’ হাওয়ার ঝাপটায় সাহারার সব তপ্ত বালু
যদি উড়ে এসে জমা হয় এ দুই চোখে
তখনও হবে না অদৃশ্য- থেকে যাবে
হৃদয়-মনের দৃষ্টিলোকে।

riaz-1

 

পারবো গুনতে আকাশে যে অগণন তারকা
হাসির ছন্দ-সুরে কথা বলে গভীর রাতে;
জানা নেই গেঁথেছি যে কতো মালা
নানান ফুলে তোমাকে সাজাতে।

তুমি কি এ সব কিছুই বোঝ না? চেয়ে দেখো
হৃদয়-ব্যারোমিটারের দিকে অন্তত একবার;
দেখবে- কতো পবিত্র, কতো উজ্জ্বল
আমার ভালোবাসার রঙিন পারদ..

Print Friendly, PDF & Email

Related Posts