চোটের কারণে মাঠের বাইরে মুস্তাফিজ, লড়ছে হায়দরাবাদ

হায়দরাবাদের এগিয়ে চলায় দারুণ অবদান মুস্তাফিজের। ২৪ গড়ে ১৬ উইকেট নেওয়া এই পেসার প্রায় প্রতি ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন। ওভার প্রতি ৬.৭৩ করে রান দেওয়া মুস্তাফিজের জায়গায় দলে এসেছেন আরেক বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।

সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দলের সঙ্গে ভারতে এসেছিলেন বোল্ট। ভারতে দুই মাস থাকা হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ মেলেনি তার। বিশ্বকাপে তাকে খেলায়নি নিউ জিল্যান্ড, হায়দরাবাদেও মিলছিল না সুযোগ।

মুস্তাফিজের না থাকাকে হায়দরাবাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন সুনিল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি মনে করেন, মাঝের এবং শেষের ওভারগুলোতে মুস্তাফিজের অভাব খুব অনুভব করবে তার দল।

Print Friendly, PDF & Email

Related Posts