স্বাধীনতা ll মো. হেলাল উদ্দিন

লক্ষ প্রাণের বিনিময়ে
পেয়েছি স্বাধীনতা
ভুলে যেওনা মা চিরতরে
জমানো তোমার যত ব্যাথা

 

টেনে নাও তুমি বুকের মাঝেতে
দু’টি হাত বাড়িয়ে
শান্তির একটু নিঃশ্বাস ফেলি
তোমাকে জড়িয়ে।

 

চেয়ে দেখ মা,পতপত করে
উড়ছে পতাকা
পৃথিবীকে আজ জানিয়ে দিয়েছি
বাংলার সীমারেখা

 

ঘন সবুজের মাঝে জেগেছে
সূর্য টকটকে লাল
জীবন বাজি রেখে অক্ষুন্ন রাখবো
স্বাধীনতা চিরকাল।

Print Friendly

Related Posts