আমাদের স্বাধীন সূর্য ll কামাল বারি

প্রতিদিন বিস্ময়কর সম্ভাবনায় আমাদের লাল সূর্য ওঠে;
স্বাধীন আলোকমালায় আমাদের মুখ উজ্জ্বল হ’য়ে ওঠে;
আমাদের হৃদয়ে বঙ্গোপসাগরের অনন্ত উচ্ছ্বাস!
ষড়‌ঋতুর‌‌ ঐশ্বর্য আমাদের চেতনায় বহমান;
পলিমাটির প্রাচুর্য গায়ে মেখে আমরা শস্যসম্ভারে জাগি…
আমাদের স্বাধীন সূর্য লাল-সবুজের নির্ভরতা;
প্রতিদিন নতুন নির্মাণের দ্যুতি ছড়িয়ে আমরা জেগে উঠি;
আমরা দিকে দিকে শুভেচ্ছা জানাই ‘শুভ সকাল’ উদযাপনে…
প্রতিদিন নতুন সৃষ্টির দীপন আমাদের স্বাধীন স্বদেশ জুড়ে।
Print Friendly

Related Posts