ভারতীয় হাই কমিশনে ট্যুরিস্ট ভিসা প্রার্থীদের প্রতি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ভারতীয় হাই কমিশন, ঢাকা ‍এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল ৩০ মে ২০১৬ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডসহ আবেদনকারীদের মোবাইলে এসএমএস করা হবে।

ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের অবশ্যই এই এসএমএস দেখিয়ে আইভিএসি কেন্দ্রে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র পূরণের সময় নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে এবং অন-লাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে। ইতোমধ্যে ৫ জুন ২০১৬ পর্যন্ত যে-সব ট্যুরিস্ট ভিসা আবেদনকারী সাক্ষাতের তারিখ পেয়েছেন, তাদের জন্য এই ঘোষণা প্রযোজ্য হবে না।

Print Friendly, PDF & Email

Related Posts