আসা আর যাওয়া
নিকোটিনে ডুবে যাওয়া অসুস্থ সময়
কেবল দীর্ঘ হতে হতে এখন বেশ সখ্যতা,
প্রতিনিয়তই অদৃশ্য ডানার বুকে ভাসমান নদী বহে,
হঠাৎ কোন একদিন অদৃশ্য ডানা পাখা মেলে
অদ্ভুত রসভঙ্গিতে ঝাপটে ধরে চেনার ভেতর,
মুহুর্তেই আহত নদীর চোখ বড় বড় করে
শেষবার দেখে নেয় পাশে পড়ে থাকা কাদামাটি,
চরেদের আর্তবিলাপ . . . .
তারপর উড়াল দিয়ে নিয়ে যায় অদৃশ্য অচীন চির আন্ধারে ,
নোনাজলে ভাসে পৃথিবীর বায়বীয় বাতাস,
কাদামাটি হারায় আপন মায়ার জাল,
প্রকৃতির নিয়মে একি কেবলি বেদনার?
এই তো অদৃশ্য ডানার ওপর ভর করে কেবল
আসা আর যাওয়া ।