রবীন্দ্রসঙ্গীত গাইলেন ড. হাছান মাহমুদ

নিত্যনতুন সৃষ্টির সঙ্গে আজও তাল মিলিয়ে চলছে রবীন্দ্র সঙ্গীত, তবে প্রাচীন সঙ্গীতধারাও মিশে আছে তার গানগুলোতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনমুগ্ধকর সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম একটি গান হলো ‘অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি’। অনেকেই এই গানটি গাইলেও এবার সেই গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গানটির সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। গানটি দেশের একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

ড. হাছান মাহমুদের কণ্ঠে গান শুনে অনেকেই প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে কাজী মামুন নামে একজন লিখেছেন, ‘সত্যি গানটা কয়েকবার শোনা হয়ে গেল। অসাধারণ স্যার’।

ফারুক হোসাইন নামে আরেকজন লিখেছেন, ‘অসাধারণ একটি গান হৃদয় ছুঁয়ে যায়’।

আজ বুধবার রাত পৌনে ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে গানটি ২ হাজার ২৩২ বার দেখা হয়েছে। এছাড়া ফেসবুকে দেখা হয়েছে প্রায় ৪৭ হাজার।

 

Print Friendly

Related Posts