আলোক হেলথ কেয়ার: ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে  

জ. ই বুলবুল : আলোক হেলথ কেয়ার লিমিটেড  ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে , তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।
১৩ মে শনিবার সাগরদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পে আট শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস ও কিডনির পরীক্ষা, ব্লাডপ্রেশার পরীক্ষা এবং ওষুধসেবা বিনা মূল্যে প্রদান করা হয়।
আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন গরিব ও দুস্থদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইন ধরে সেবা গ্রহণ করেন। এতে সহস্রাধিক লোকের উপকারে আসছে বলে এলাকার সুশীল মুরুব্বীরা জানান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মিয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান আজাদ, সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ, সাগরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল সহ আরো অনেকে।এ প্রসংগে
আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় উল্লেখ যোগ্য  রেখেছেন। ধারাবাহিকতায় আলোক হাসপাতাল হেলথ কেয়ারও  সামিল হয়ে গরিব ও দুস্থদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
Print Friendly

Related Posts