জাতীয় শিক্ষা সপ্তাহে মাইলস্টোন কলেজের সাফল্য

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় (থানা পর্যায়) সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ।

ক-গ্রুপে জারি গান, দেশাত্মবোধক গান, বিতর্ক (একক), ইংরেজি ও বাংলা রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। খ-গ্রুপে লোক নৃত্য, ইংরেজি রচনা এবং গ-গ্রুপে লোক নৃত্য, নির্ধারিত বক্তৃতা, লোক সংগীত, দেশাত্মবোধক গান ও বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাইলস্টোন কলেজ।

এছাড়াও মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিত হয় শ্রেষ্ঠ গার্ল গাইড, রোভার এবং বিএনসিসি।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় (থানা পর্যায়) অনন্য সাফল্যের স্বাক্ষর রাখায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

অনন্য সাফল্য বয়ে আনায় বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.) এবং সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।

Print Friendly

Related Posts