বিশ্ব থাইরয়েড দিবসে নিনমাস এর র‍্যালি ও সংবাদ সম্মেলন

জ ই বুলবুল : বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস) প্রতি বছরের মত এ বছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব থাইরয়েড দিবস উদযাপন করছে। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাইন্সেস (নিনমাস), বি এস এম এম ইউ ক্যাম্পাস এ একটি র‍্যালির আয়োজন করে।

বিশ্ব থাইরয়েড দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘থাইরয়েড গ্রন্থির বেলুন উড়িয়ে র‍্যালিটির শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ।

র‍্যালিটিতে উপস্থিত ছিলেন বিটিএস এর সভাপতি অধ্যাপক ডাঃ ফওজিয়া মোসলেম, সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মিজানুল হাসান, অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী, মহাসচিব অধ্যাপক ডাঃ ফরিদুল আলম, নিনমাসের পরিচালক অধ্যাপক ডাঃ সাদিয়া সুলতানা, নিনমাসের থাইরয়েড বিভাগের প্রধান ও বিটিএস এর ট্রেজারার অধ্যাপক ডাঃ ফাতিমা বেগম, বিটিএস এর যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ এ কে এম ফজলুল বারী সহ বিটিএস এর অন্যান্য সদস্য চিকিৎসকবৃন্দ।

বিশ্ব থাইরয়েড দিবসে জনসচেতনতা গড়ে তুলতে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি পরে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করে। সংবাদ সম্মেলনে ‘থাইরয়েড গ্রন্থির রোগসমূহ বিস্তারে বংশগতির প্রভাব’ এবং থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের লক্ষণ, প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করেন বিটিএস এর সভাপতি অধ্যাপক ডাঃ ফওজিয়া মোসলেম এবং মহাসচিব অধ্যাপক ডাঃ ফরিদুল আলম।

আন্তর্জাতিক থাইরয়েড সচেতনতা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি ৩০ মে অধ্যাপক ডাঃ কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়াম, নিনমাস, বি এস এম এম ইউ তে একটি বৈজ্ঞানিক সেমিনার এর আয়োজন করেছে। সেমিনার এ ‘Genetics and Thyroid Disorder’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন বিটিএস এর বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডাঃ নাসরিন সুলতানা।

Print Friendly

Related Posts