রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে উদ্বোধন করা হলো অত্যাধুনিক জিম ও সুইমিং কমপ্লেক্স।
উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে জিম এবং সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন করেন সাফ গেমস-১৯৮৫’র সেরা ক্রীড়াবিদ ও কিংবদন্তী সাঁতারু মোশাররফ হোসেন খাঁন।
বৃহস্পতিবার (১৫ জুন) বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।
আনন্দঘন উদ্বোধনী অনুষ্ঠানে মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকবৃন্দ, অনুষদ সদস্যগণ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ মোশাররফ হোসেন খাঁন।
সূত্র: শাহ বুলবুল