সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জ. ই বুলবুল : সন্ত্রাসী হামলায় জামালপুরের ৭১ টিভি ও বাংলানিউজের প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে নবীনগর প্রেসক্লাব চত্বরে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ, সহ সভাপতি জ,ই বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাপ্তাহিক মলয়ার সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, স্টার টিভির পরিচালক শাহিন রেজা টিটু, দেশ টিভি প্লাসের পরিচালক ও দৈনিক শিরোমণি জেলা প্রতিনিধি শেখ মিহাদ বাবু, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, উপজেলা প্রেসক্লাবের সদস্য টিটন দাস, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, কার্যকরি সদস্য মনির হোসেন, জামাল হোসেন পান্না, সাংবাদিক সফিউল আলম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোজ্জামেল হক লিমন, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, সাধারণ সম্পাদক কয়েছ আহম্মেদ, জান্নাতুল সাফি, মো. সোহেল, অনন্ত হিরা, আলমগীর খন্দকার প্রমুখ।

বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমসহ ইতোপূর্বে সকল সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ সময় অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্যের বক্তব্যের পর তিন দিন কালোব্যাজ ধারণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts