নিজ পরিবারে যেভাবে সমাদৃত মুস্তাফিজ

বিডিমেট্রোনিউজ ডেস্ক আইপিএল খেলা শেষে মঙ্গলবার রাতে সাতক্ষিরার নিজ বাড়িতে ফিরেছেন কৃতি ক্রিকেটার ‘দ্যা ফিজ’ খেতাবপ্রাপ্ত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঢাকা থেকে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে যশোর বিমান বন্দরে এসে পৌঁছান আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়। এসময় বিমান বন্দরে অপেক্ষমান মুস্তাফিজুরের পিতা অবুল কাশেম গাজী, খালু আনিসুর রহমান, বড় ভাই মাহফুজুর রহমান মিঠুসহ তার বন্ধুরা তাঁকে অভিনন্দন জানান।

পিতাকে দেয়া নতুন গাড়ি নিয়ে মুস্তাফিজকে আনতে বিকালে তার আত্মীয়-স্বজনরা কালিগঞ্জের তেতুঁলিয়া গ্রাম থেকে যশোর বিমান বন্দরে আসেন। পরে সেখানে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে রওনা দেন সাতক্ষীরার উদ্দেশ্যে। রাত পৌনে ১০টার দিকে তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় খালু আনিসুর রহমানের বাড়িতে যান। এসময় তাঁকে একনজর দেখার জন্য কামালনগর এলাকায় জড়ো হন মুস্তাফিজ ভক্তরা। সেখানে পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর কালিগঞ্জের তেতুঁলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

রাত ১১টা নাগাদ তারা বাড়িতে পৌঁছান। তাঁকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তাঁর মা মাহমুদা বেগমসহ স্বজন ও বন্ধুরা।

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন জানান, আইপিএলে ভাল পারফর্ম করার জন্য সাতক্ষীরার কৃতি সন্তান মুস্তাফিজুর রহমানকে প্রশাসনের পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তা বাতিল করা হয়। একই সাথে কোন সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনার বিষয়টি আপাতত: বন্ধ রাখা হয়েছে।

বাবা আবুল কাসেম গাজী জানালেন, সামনে রোজা। ব্যস্ত সময় যাচ্ছে। প্রথম রোজার দিন এলাকার আট মসজিদে ইফতারি দিতে হবে। প্রথমে ভেবেছিলেন, প্রতিটি মসজিদে টাকা দিয়ে দেবেন। পরে ছেলেদের সঙ্গে আলাপ করে ঠিক করেছেন, মাংস আর খিচুড়ি রান্না করে পাঠাবেন। সঙ্গে থাকবে খেজুর। প্রায় তিন হাজার রোজাদারের জন্য এ আয়োজন করতে হবে। বাবার চাওয়া, প্রথম রোজায় মুস্তাফিজ বাড়িতে থাকুক। গত বছর ঈদে মুস্তাফিজ বাড়িতে থাকতে পারেননি। এবার সবাই মিলে বাড়িতে ঈদের আনন্দ করতে চান তিনি।

বাবা জানালেন, মুস্তাফিজ গতকাল রাত তিনটার দিকে ঘুমিয়েছে। উঠতে একটু দেরি হতে পারে। সকাল আটটার দিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে প্রায় ২০ কিলোমিটার দূরের আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্র মুস্তাফিজের সঙ্গে দেখা করতে এসেছে। এর পরপরই কাকভেজা হয়ে আরও ২৫ ছাত্র এল ২৬ কিলোমিটার দূরের বুধহাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে। তারা আসতেই ছুটে গেলেন মুস্তাফিজের বাবা। জিজ্ঞেস করলেন, বৃষ্টিতে ভিজে এসেছ কেন? অসুখ করবে তো! গামছা দিলেন মাথা মুছতে। পরে সবাইকে বসালেন দোতলার বারান্দা আর ঘরে। এরপর একে একে আরও লোকজন আসতে থাকলেন। আর বাড়তে থাকল বাবার ব্যস্ততা।

গতকাল রাত ১১টার দিকে মুস্তাফিজ প্রায় দুই মাস পর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামের বাড়ি ফিরেছেন। বাবা বললেন, ও অনেকটা রোগা হয়ে গেছে। প্রায় তিন কেজি ওজন কমে গেছে। বিদেশে গিয়ে দেশের খাবার খেতে না পেরে স্বাস্থ্যের এ দশা হয়েছে।

আজ বেলা পৌনে ১১টার দিকে ঘর থেকে বের হলেন মুস্তাফিজ। আগত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করলেন। সবাইকে বসার অনুরোধ করলেন। অনেকে ছবি তোলার ইচ্ছা প্রকাশ কারায় তাঁদের সঙ্গে ছবি তুললেন।

মুস্তাফিজ বললেন, সকালে মুস্তাফিজের পছন্দ ভাত আর আলু ভর্তা। অন্য তরকারিও থাকতে পারে। তবে তাঁর সবচেয়ে প্রিয় খাবার, মায়ের হাতের খিচুড়ি ও দেশি মুরগির মাংস। বললেন, দেশে থাকলে গ্রামে মায়ের কাছে ফিরতে ইচ্ছা করে। আর বিদেশে থাকলে দেশে ফিরতে ইচ্ছা করে। প্রথম রোজা পর্যন্ত বাড়িতে থাকতে চান উল্লেখ করে বললেন, ‘বিসিবির ওপর সব নির্ভর করছে।’ কখন, কোথায় থাকবেন—তা অনেক সময় আগে থেকে তিনিও জানেন না।

ভারতে আইপিএল ভালো কেটেছে জানিয়ে মুস্তাফিজ জানালেন, তাঁর জন্য বিদেশিরা বাংলা ভাষা শিখেছে। এটি খুব ভালো লেগেছে। ভাষা তাঁর খুব সমস্যা হয়ে দাঁড়ায়নি। আকার-ইঙ্গিতে কথা বলেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে মুস্তাফিজ  বললেন, কয়টা দিন পরিবারের সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে থাকতে চাই। পায়ে সামান্য ব্যথা ছাড়া শরীর ভালো আছে। তবে ওজন কিছুটা কমেছে।

মুস্তাফিজের মা মাহমুদা খাতুন বললেন, পিঠা ওর খুব প্রিয়। ট্যাংরা মাছ আর বেগুনও খুব প্রিয়। খিচুড়ি আর দেশি মুরগির মাংস তো আছেই। তবে এবার ছেলেটা খুব কাহিল হয়ে গেছে। এত দীর্ঘদিন আগে বাড়ির বাইরে থাকেনি তো! বাড়ি এলে তো ভালো লাগে, ছোট ছেলে—বলেই জড়িয়ে ধরলেন মুস্তাফিজকে।

Print Friendly, PDF & Email

Related Posts