আফগানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে লড়াইয়ে নামছে আজ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের লড়াইয়ে নামছে বাংলাদেশ। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

কয়েক দিন আগে এই আফগানিস্তানকেই একমাত্র টেস্টে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে একমাত্র টেস্টটিতে বাংলাদেশ জিতেছিল রেকর্ড গড়ে।তবে টেস্টের সেই আফগানিস্তান দল আর আজ ওয়ানডে লড়াইয়ে মুখোমুখি হতে যাওয়া আফগানিস্তান দল এক নয়। বরং টেস্টের আফগান দলের সঙ্গে ওয়ানডের আফগান দলের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল।

টেস্টের আফগান দল ছিল তারুণ্যনির্ভর অনভিজ্ঞ এক দল। বিপরীতে আজ ওয়ানডেতে আফগানিস্তান মাঠে নামছে পূর্ণ শক্তির দল নিয়ে। দলটির সবচেয়ে বড় তারকা রশিদ খান ওয়ানডে দলে ফিরেছেন। ফিরেছেন দলটির আরেক তারকা স্পিনার মুজিব-উর রহমান। টেস্ট থেকে অবসর নেওয়া অলরাউন্ডার মোহাম্মদ নবিও আছেন ওয়ানডে দলে।

দুই দল সর্বশেষ ওয়ানডে সিরিজটা খেলেছে এই চট্টগ্রামেই। ২০২২ সালে তিন ম্যাচের সেই সিরিজটা বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয়ের পর তৃতীয় ম্যাচটা জিতেছিল আফগানিস্তান, রহমতউল্লাহ গুরবাজের ব্যাটে চড়ে। বছর পেরিয়ে চট্টগ্রামের সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই আবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ অধিনায়ক তামিম চাইছেন গত সিরিজের মতোই জয় দিয়ে শুরু করতে। ওদিকে আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ঘোষণা দিয়েছেন, ওয়ানডে সিরিজ জয়ের। বাংলাদেশ অধিনায়ক তামিম পুরোপুরি ফিট নন। তারপরও তিনি আজকের ম্যাচে খেলবেন।

তামিম খেললেও বাংলাদেশের বোলিং আক্রমণটা কেমন হবে, সেটা এখনো স্পষ্ট নয়। তামিম তিন ধরনের পেস বোলিং আক্রমণের আভাস দিয়েছেন। টেস্টে দারুণ বোলিং করা তাসকিন ও এবাদত তো আছেনই, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করা হাসান মাহমুদও পুরোপুরি প্রস্তুত। আছেন মোস্তাফিজ, শরিফুলও।

Print Friendly, PDF & Email

Related Posts