ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচেও মেসি জাদু (ভিডিও)

মেসি ইন্টার মায়ামিতে অভিষেক ম্যাচে মাঠে নেমেছিলেন ৫৪ মিনিটে। শেষ মুহূর্তে জাদুকরী এক ফ্রি-কিকে জিতিয়েছিলেন দলকে। আটলান্টার বিপক্ষে মেসি ছিলেন শুরুর একাদশেই। ইন্টার মায়ামির সমর্থকেরা তাই মেসি–জাদু আরও একটু বেশি দেখার সুযোগ পেলেন এই ম্যাচে।

আর্জেন্টাইন অধিনায়কের জোড়া গোল ও এক অ্যাসিস্টে লিগস কাপে আটলান্টাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মায়ামির হয়ে বাকি দুটি গোল করেছেন রবার্ট টেলর। এই জয়ে লিগস কাপের নকআউটে রাউন্ডে পৌঁছে গেল ইন্টার মায়ামি।

মেসির মতো শুরুর একাদশে ছিলেন সের্হিও বুসকেটসও। বার্সেলোনার সাবেক দুই ফুটবলার ম্যাচে ইমপ্যাক্ট ফেলতে খুব বেশি সময়ও নেননি। ম্যাচের মাত্র ৮ মিনিটেই বুসকেটসের বাড়ানো বলে গোল করেন মেসি।

https://twitter.com/i/status/1683989088125214720

প্রথম দফায় অবশ্য মেসির শট লাগে গোলপোস্টে। তবে পোস্টে লেগে ফিরে আসা বল ডান পা দিয়ে জালে জড়ান মেসিই। মায়ামির পরের গোলটিও আসে মেসির পা থেকে, চিরচেনা বাঁ পা নয়, মেসি এই গোলও করেন ডান পা দিয়ে। গোলটি আসে ২২ মিনিটে টেলরের সহায়তায়।

মেসির দ্বিতীয় গোলে সহায়তা করা সেই টেলরের পা থেকেই আসে মায়ামির তৃতীয় গোল। এই গোলের উৎসও ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধের শেষদিকে মেসি বল বাড়ান বেঞ্জামিন ক্রেমাসচির দিকে। এরপর ক্রেমাসচির পাস দেন টেলরকে। সেখান থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান টেলর। তাতে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় টাটা মার্টিনোর দল। বিরতির পর ফিরে বাকি গোলটাও করেন টেলর। ৫৩ মিনিটে মেসির বাড়ানো বল কাজে লাগিয়ে গোল করেন টেলর।

যুক্তরাষ্ট্রের ফুটবলে এ নিয়ে নিজের দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন। শুধু-ই কী গোল, মেসি মাঠে নামলে রেকর্ড-বইয়েও তো ওলট-পালট হয়।

আটলান্টার বিপক্ষেও হলো। অফিশিয়াল ম্যাচে এ নিয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করলেন মেসি। অর্থাৎ মেসির ১০০তম ‘শিকার’ হলো আটলান্টা। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হাভিয়ের’ জানিয়েছে, মোট ২৩টি দেশের ১০০টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন তারকা। দক্ষিণ আমেরিকান ফুটবল এবং সেখানকার ফুটবলারদের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘সুদাঅ্যানালিটিকস’–এর হিসাবে অফিশিয়াল ম্যাচে ১১৫টি আলাদা আলাদা ক্লাবের মুখোমুখি হয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মেসি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড এর মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার জালে-৩৮। অন্তত একটি করে গোল করেছেন ২৭টি ক্লাবের জালে। ২৪টি ক্লাবের বিপক্ষে গোলসংখ্যা উন্নীত করেছেন দুই অঙ্কে।

Print Friendly, PDF & Email

Related Posts