কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার শতকরা ৭৮.৪২ শতাংশ। তবে এবার পাস ও জিপিএ-৫ এর হার কমেছে।
গত বছর থেকে এবার পাসের হার ১৩ ভাগ কমেছে। গেল বছর কুমিল্লা বোর্ডের শতকরা পাসের হার ছিল ৯১.২৮ শতাংশ।
এবারে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী। যা গত বছর জিপিএ- ৫ পেয়েছিলো ১৪,৯৯১ জন।
শুক্রবার (২৮ জুলাই ) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছর ১ লক্ষ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ৬ জেলা থেকে মোট ১ লক্ষ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ১ লক্ষ ৪৩ হাজার ২১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এবার এ বোর্ড থেকে শতভাগ পাস করেছে ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান।
এদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাস ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।