যশোরে পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

যশোর শিক্ষাবোর্ডে এসএসসিতে ৮৬.১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন শিক্ষার্থী। পাশের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে।

শুক্রবার (২৮ জুলাই) প্রেসক্লাব যশোরে ফলাফল ঘোষণা করার সময় এ তথ্য ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক সমীর কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর যশোর শিক্ষাবোর্ড থেকে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। তারমধ্যে মেয়ে পাশ করেছে ৬৯ হাজার ৭৬ জন ও ছেলে পাশ করেছে ৬৫ হাজার ১৩৭ জন। জিপিএ-৫ প্রাপ্তির হারেও মেয়েদের সংখ্যা বেশি। ২০ হাজার ৬১৭ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৩৭০ জন মেয়ে ও ৯ হাজার ২৪৭ জন ছেলে।

 

Print Friendly, PDF & Email

Related Posts