কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার ফল বিপর্যয় ঘটেছে। কুমিল্লা বোর্ডে গত ৫ বছরের চাইতে এবার পাশের হার সবচেয়ে কম। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের চাইতে এবার পিছিয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীরা।
এবার এ বোর্ডে গণিত ও ইংরেজি এই দুই বিষয়ে ফেল করেছে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করন ১ লক্ষ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী, এর মধ্যে ফেল করেছে ৩৯ হাজার ৪১৯ জন শিক্ষার্থী।
ফলের এমন বিপর্যয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, এ বছর গণিত ও ইংরেজি এই দুই বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করেছে। করোনার পর এই প্রথম সব বিষয়ে পরীক্ষা হয়েছে। যার কারণে, শিক্ষার্থীদের উপর চাপ পড়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেন, নকলমুক্ত পরীক্ষার আয়োজন করাটাই ছিলো আমাদের মূল লক্ষ্য। সে বিষয়ে আমরা সফল হয়েছি। ফল খারাপ হওয়ার কারণগুলো খতিয়ে দেখে তা সমাধানে কাজ করবে কুমিল্লা বোার্ড।
উল্লেখ্য, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭৮.৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী। এ বোর্ডে শতভাগ পাস করেছে ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান।