ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও অধিনায়কত্বে আর ফেরা হবে না তামিম ইকবালের। বর্তমান পরিস্থিতিতে দলের কথা বিবেচনা করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকে নিজের সিদ্ধান্ত জানান তামিম। কেন অধিনায়ক পদ ছাড়তে চাইছেন তিনি সেসব কারণও ব্যাখ্যা করেছেন। বোর্ড সভাপতি তাকে অধিনায়ক থাকার কথা বলেছেন। কিন্তু দীর্ঘদিন ইনজুরিতে ভোগা তামিম, দুজনকে বোঝাতে সক্ষম হন বর্তমান পরিস্থিতিতে অধিনায়কত্ব করা ঠিক হবে না।
বৈঠক শেষে বেরিয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আপনারা সবাই জানেন, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল জালাল ইউনুস এবং প্রেসিডেন্ট নাজমুল হাসানের সঙ্গে। আমরা অনেক কিছু আলোচনা করেছি। আমার সমস্যা, কী সমস্যা ছিল, কী হবে সামনে সবকিছু নিয়ে।’
‘আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটা নিজ থেকেই ঠিক করেছি এবং কারণও দেখিয়েছি, আজ থেকে আমি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি।’
নেতৃত্ব ছাড়ার কারণ ব্যাখ্যায় তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয় ইনজুরি একটা ইসু্য। আমি ইনজেকশন দিয়ে এসেছি। কিন্তু আমার কাছে মনে হয় ইনজেকশন গুলো হিট অ্যান্ড মিসের মতো। আমার সমস্যাগুলো উনাদের বলেছি।’
‘যে কোনো সিদ্ধান্তের ঊর্ধ্বে আমি সব সময় দলের কথা চিন্তা করি। দলের কথা চিন্তা করে এখন আমার সরে যাওয়াটাই সেরা সিদ্ধান্ত।’
‘মূল বিষয় হচ্ছে, দলের ভালোর জন্য অধিনায়কত্ব থেকে সরে যাওয়াটা বেটার। শুধু খেলোয়াড় হিসেবে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। যখন সুযোগ আসবে তখন যেন সেরাটা দিতে পারি সেই চেষ্টা করে যাব।’ – যোগ করেন তামিম।
ওয়ানডেতে তামিম বাংলাদেশকে প্রথম নেতৃত্ব দেন ২০১৯ বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কা সফরে। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোটের কারণে খেলতে না পারায় তামিম অধিনায়ক হন। তিন ম্যাচে কোনোটিতেই জিততে পারেননি তামিম।
পরবর্তীতে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি নেতৃত্ব ছাড়ার পর তামিমের কাঁধেই পাকাপাকি দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে ৩৭ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে জয় এসছে ২১টি, পরাজয় ১৪টি। ফলাফল হয়নি দুই ম্যাচে।
সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় যান তামিম। এর আগে সেখানে হাজির হন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তখন বাসায় ছিলেন না নাজমুল হাসান। প্রায় ত্রিশ মিনিট পর তিনি বাসায় প্রবেশ করেন।
নিজের সিদ্ধান্ত তামিম জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নেওয়ার ২৮ ঘণ্টার ভেতরে তামিম সিদ্ধান্ত বদল করেছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশে। সেজন্য অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানিয়ে কারণ ব্যাখ্যা করেন তামিম।
‘আমরা এর মধ্যে আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছি। উনাকেও আমার মেসেজটা দিয়েছি। উনিও সব বুঝে আমাকে যা বলার খুব সুন্দর করে বুঝিয়েছেন।’
অন্যদিকে দীর্ঘ দিনের বয়ে বেড়ানো ব্যথার কারণে এবার এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিম ইকবালের।তামিম মাঠে ফিরবেন বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে খেলবেন বিশ্বকাপে।
তামিমের মাঠে ফেরার লড়াইটা শুরু হবে সপ্তাহ খানেকের ভেতরেই। মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের পরামর্শে একটু একটু করে তার ফিটনেসের কাজ শুরু হবে। তার এই পুনর্বাসনের কাজ করবেন বিসিবির চিকিৎসক, ফিজিও ও ট্রেনাররা। ১৪ দিন পর তামিম ব্যাট হাতে অনুশীলন শুরু করতে পারবেন। শুরুতে হাল্কা জোরে করবেন ব্যাটিং। ধাপে ধাপে বাড়াবে তার ওয়ার্কলোড।
কিন্তু ততদিনে বাংলাদেশের এশিয়া কাপের অনুশীলন পুরোদমে চলবে এবং শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার প্রস্তুতি নেবে দল। তামিমকে থাকতে হবে অনিশ্চয়তাই। এজন্য সবার সম্মিলিত সিদ্ধান্ত বাঁহাতি ওপেনারকে সরিয়ে নেওয়া হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতা থেকে।