বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার পিছনে তার অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশের তরুণ প্রতিভা মুস্তাফিজুর রহমান। আইপিএলে সানরাইজার্সের হয়ে তিনি ১৬টি ম্যাচে নিয়েছেন ১৭টি উইকেট। ওভার পিছু দিয়েছেন সাত রানেরও কম। টি২০-এর এই মারাকাটারি যুগে যা যথেষ্টই ঈর্ষণীয়ই বটে। ক্যাপ্টেন ওয়ার্নার থেকে দলের বাকিদের কাছে তিনি আদরের ফিজ। রিপোর্ট জিনিউজ এর।
কিন্তু মুস্তাফিজুর থেকে কী ভাবে ফিজ হলেন এই তরুণ কাটার মাস্টার? প্রিমিয়ার লিগ জিতে সদ্য বাংলাদেশে ফিরেছেন মুস্তাফিজুর। সেখানেই তিনি ফাঁস করলেন তাঁর ফিজ নামের রহস্য।
মুস্তাফিজুর বলেন, ”আমাকে প্রথম ফিজ বলে ডাকা শুরু করেন আমাদের জাতীয় দলের কোচ চন্দিকা হাতুরাসিংহে। আসলে আমার পুরো নাম বলতে বেশ সমস্যা হত কোচের। এক দিন হঠাত্ই নেটে তিনি আমাকে এই নামে ডাকা শুরু করেন। এর পর থেকে প্রত্যেকেই আমাকে ফিজ নামে ডাকতে থাকেন।”
এবার জেনে গেলেন তো, কীভাবে মুস্তাফিজুর থেকে শুধু ফিজ হয়ে গেলেন তিনি?