বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কোন রাশির মানুষের জন্য কী রঙের লিপস্টিক পড়লে ভালো হবে, জেনে নিন এক ঝলকে –
মেষ : আপনার জন্য লাকি লিপস্টিকের রঙ লাল। তাছাড়াও পরতে পারেন বাদামি ও কমলা রঙ। লিপস্টিকের গাঢ় রঙ আপনার জন্য সেরা। সম্ভব হলে এড়িয়ে চলুন হালকা গোলাপি রঙ।
বৃষ : বেবি পিঙ্ক। আপনার জন্য লাকি কালার। তাছাড়াও বেগুনি, খয়েরি ও প্যাস্টেল শেডের লিপস্টিক পরতে পারেন। লাল এড়িয়ে চলাই ভালো। নয়তো আপনার মধ্যে নেতিবাচকতা আসতে পারে।
মিথুন : কমলা রঙ আপনার জন্য লাকি। গোল্ডেন ব্রাউন কালারও পরতে পারেন। তবে লাল একেবারেই নয়।
কর্কট : হালকা ব্রাউন রঙ আপনার জন্য সেরা। মেটালিক রঙ নিয়েও এক্সপেরিমেন্ট করতে পারেন। এড়িয়ে চলুন প্যাস্টেল শেড।
কন্যা : অর্কিড রঙ আপনার জন্য লাকি। এছাড়া খয়েরি, নেভি ব্লু, খাকি, হালকা হলুদ রঙ নিয়েও এক্সপেরিমেন্ট করতে পারেন।
তুলা : হালকা শেডের লিপস্টিক আপনার জন্য লাকি। হালকা গোলাপি, পার্পল শেডের লিপস্টিক পরতে পারেন।
বৃশ্চিক : গাঢ় গোলাপি বা লাল, আপনার জন্য লাকি লিপস্টিকের শেড। তাছাড়াও বার্গেন্ডি, মেরুন, পার্পল শেডের লিপস্টিক পরতে পারেন। যেকোনও হালকা রঙ এড়িয়ে চলুন।
ধনু : ঠোঁট রাঙিয়ে ফেলুন পার্পল শেডের লিপস্টিকে। তাতে হালকা রূপোলি টাচ রাখতে পারেন। গাঢ় লাল রঙের লিপস্টিক না পরাই ভালো।
মকর : বেগুনিই আপনার জন্য লাকি শেড। মেটালিক ভায়োলেট ছাড়া অন্য কোনও রকম আপনার জন্য লাকি নয়।
কুম্ভ : খয়েরি বা ব্রোঞ্জ শেডের লিপস্টিক আপনার জন্য সেরা। এড়িয়ে চলুন কমলা রঙের লিপস্টিক।
মীন : অ্যাকোয়া ব্লু আপনার জন্য লাকি। বেগুনি রঙের লিপস্টিকও পরতে পারেন। এড়িয়ে চলুন গাঢ় শেডের লিপস্টিক।