ইংল্যান্ডকে কাঁদিয়ে নারী ফুটবল বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন

ফিফা নারী ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অল-ইউরোপিয়ান ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ইংলিশ মেয়েদের ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে ‘লা রোজা’ মেয়েরা। বিশ্বকাপ জয়ের মাধ্যমে গত বছরের ইউরো শিরোপা হারের মধুর প্রতিশোধও নিল স্পেনের মেয়েরা।

রোববার (২০ আগস্ট) সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেন অধিনায়ক ওলগা কারমোনা।

২০২২ সালে নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-স্পেন। সেই ফাইনালে স্পেনকে উড়িয়ে শিরোপা ঘরে তোলে ইংলিশ মেয়েরা। তবে আজকের ফাইনালে দেখা মিলল অন্য এক স্পেনের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় লা রোজা মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আধিপাত্য ধরে রাখে স্পেন। উভয় দলের খেলোয়াড়রা কাউন্টার অ্যাটাকে খেলতে থাকে। ইংল্যান্ড ম্যাচের প্রথমেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। ম্যাচের ১৬ মিনিটে ইংলিশ স্ট্রাইকার লরেন হ্যাম্পের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ২৯ মিনিটে লিড পায় স্পেন। অধিনায়ক ওলগা কারমোনার দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে ‘লা রোজারা’।

গোলের পর যেন আরও বেশি আক্রমণাত্মক ফুটবল শুরু করে স্পেন। বল পজিশন ধরে রেখে আরও একাধিকবার আক্রমণে উঠে স্পেন। যদিও শেষ পর্যন্ত ফিনিশিং দুর্বলতায় আর গোল পাওয়া হয়নি তাদের। তবে ম্যাচের ৭০ মিনিটের সময় পেনাল্টি পায় স্পেনের মেয়েরা। জেনিফার হেরমোসোর স্পটকিক বা দিকে লাফ দিয়ে ঠেকিয়ে দেয় ইংল্যান্ড গোলকিপার মারি ইয়ার্পস। বাকি সময়ে চেষ্টা করেও জালের দেখা পায়নি দুদল। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে স্পেনের মেয়েরা।

Print Friendly, PDF & Email

Related Posts