এশিয়া কাপ : আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। বোলিংয়ে ধারহীন শ্রীলংকার কাছে বাজেভাবে হেরে পিছিয়ে আছে টাইগাররা। ফলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।

আজ রোববার গ্রুপ ‘বি’র ম্যাচে লাহোরে বিকেল সাড়ে তিনটায় আফগানিস্তানের মোকাবিলা করবেন সাকিব আল হাসানরা। যেখানে আগের ম্যাচ হারায় এ ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কয়েটি পরিবর্তন আসতে পারে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

এদিকে ‘দুটি দলই ফেভারিট, কিন্তু আমার দল ভালো করবে’-ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলেনে আত্মবিশ্বাসের সঙ্গে এভাবে বলেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি। আগের দিন কোচ জোনাথন ট্রট তো বলেই দিয়েছেন আফগানিস্তানই জিতবে।

বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের মিশন শুরুর আগে ফুরফুরে মেজাজে আফগানিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় সাকিব আল হাসানের দল। একটু এদিক সেদিক হলেই ব্যাগ-পত্র নিয়ে ধরতে হবে দেশের বিমান।

আজ বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরদিন দীর্ঘ বিমান যাত্রা শেষে লাহোর পৌঁছায় বাংলাদেশ। হারের সঙ্গে আছে ভ্রমণ ক্লান্তিও। সব মিলিয়ে তবুও বিশ্বাস হারাচ্ছে না লাল-সবুজের দল।

Print Friendly, PDF & Email

Related Posts