বাংলাদেশ-পাকিস্তান লড়াই আজ, কেমন প্রস্তুতি টাইগারদের ?

হার দিয়েই এবার এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আরেক সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই পরাজয় বরণ করতে হয় টাইগারদের। পরে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে প্রত্যাবর্তনও করেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ দল এখন সুপার ফোরে।

ফাইনালে ওঠার লক্ষ্যে এ পর্বের প্রথম ম্যাচে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব-মিরাজরা।

লাহোরের উইকেট ব্যাটিং বান্ধব। সেখানে গরমও অনেক। চেনা উইকেট আর কন্ডিশনের কারণে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পরিষ্কার ফেবারিট বাবর আজমের দল পাকিস্তান। লাহোরে গত বছর তারা অস্ট্রেলিয়ার ৪৪৮ রান তাড়া করে জিতেছে। তাও মাত্র ৩ উইকেট হারিয়ে।

দলটির ব্যাটিংয়ের মূল ভিত্তি টপ অর্ডার। ইমাম উল, বাবর আজম ও রিজওয়ান দলের ব্যাটিংয়ের টোন সেট করে দেন। বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদের মতে, পাকিস্তানের ব্যাটিং বিশ্বের অন্যতম সেরা। তবে ডানহাতি এই পেসার নিজেদের ওপর বিশ্বাস রাখছেন।

বুধবার সুপার ফোরের ম্যাচের আগে বিসিবির বার্তায় তাসকিন বলেন, ‘লাহোরের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। (গত ম্যাচে) দ্রুত মানিয়ে নিতে পেরেছি। বোলিং একুইরেসি, ভেরিয়েশন ভালো ছিল। এমন উইকেটে নিয়ন্ত্রিত বোলিং করতে হয়। সামনের ম্যাচেও ভালো করার চেষ্টা করবো। পাকিস্তানের ব্যাটিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। সহজ হবে না, তবে আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে। সেরা বোলিং করতে পারলে তাদের আটকাতে পারবো।’

হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে এশিয়া কাপের সেরা ব্যাটিং পারফর্মার নাজমুল শান্ত ছিটকে গেছেন। তার ইনজুরি দলের জন্য বড় ধাক্কা। শান্তর বিকল্প হিসেবে তিন নাম্বারে কে খেলবেন, তা নিয়েও আছে আলোচনা। স্কোয়াডে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস। ওপেনিংয়ে পরিবর্তন আসছে, তা একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে নিচে নেমে যেতে হবে। নাঈম শেখ থাকছেন আরেক ওপেনার হিসেবে। তিনে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। চারে সাকিব আর পাঁচে মুশফিক অনেকটাই নিশ্চিত। ছয়ে আফিফ হোসেন এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আটে থাকতে পারেন শামীম পাটোয়ারী। এরপর টাইগারদের তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। এ ম্যাচেও একাদশে জায়গা হবে না মুস্তাফিজুর রহমানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

 

Print Friendly, PDF & Email

Related Posts