বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আর মাত্র কয়েক ঘণ্টা৷ বাংলাদেশ সময় সকাল ৮টায় কোপায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নামবে দুঙ্গার ব্রাজিল৷ দলের নাম ব্রাজিল৷ তবুও দূর্বল প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে ব্রাজিল৷ যাতে পচা শামুকে পা না কাটে !
এবার ব্রাজিল দলে নেইমার নেই৷ নেইমার না থাকায় ব্রাজিল দলের আকর্ষণ অনেক কমে গিয়েছে৷ এই কোপায় ব্রাজিল কতটা পারফরম্যান্স করবে তা নিয়েও গবেষণা শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু ব্রাজিল কোচ দুঙ্গা অবশ্য আত্মবিশ্বাসী কোপায় ভালো পারফরম্যান্সের ব্যাপারে৷
তিনি বলেছেন, ‘দলে যারা রয়েছে তাদের উপর ভরসা রয়েছে৷ এই দলের খেলোয়াড়রাই তারকা হয়ে উঠার ক্ষমতা রাখে৷’ এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন দুঙ্গা৷ তবে কোপায় প্রথম ম্যাচে নামার আগে সতর্ক তিনি৷
ইকুয়েডর-কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল কোচ৷ জয় দিয়েই কোপা শুরু করতে চাইছেন তিনি৷ তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবতে চাইছেন না৷ যদিও কিছুটা সতর্ক তিনি৷