এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই মুহূর্তে দুই দলই খাদের কিনারে রয়েছে। বাংলাদেশের সেমির সম্ভাবনা কার্যত শেষ। তবে পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা খানিকটা হলেও খোলা রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে। এমন সমীকরণের ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, উইকেট শুষ্ক, তাই আগে ব্যাটিং নিয়েছেন। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলছেন, টসে জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

ওয়ানডে বিশ্বকাপে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই মুহূর্তে দুই দলই খাদের কিনারে রয়েছে। বাংলাদেশের সেমির সম্ভাবনা কার্যত শেষ। তবে পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা খানিকটা হলেও খোলা রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে। এমন সমীকরণের ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, উইকেট শুষ্ক, তাই আগে ব্যাটিং নিয়েছেন। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলছেন, টসে জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। শেখ মাহেদী বাদ পড়েছেন। দলে ফিরেছেন তাওহিদ হৃদয়। পাকিস্তানের একাদশে এসেছে তিন পরিবর্তন। ফখর জামান, আগা সালমান ও উসামা মির ফিরেছেন দলে। তাদের জায়গা করে দিয়েছেন ইমাম-উল-হক, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

Print Friendly, PDF & Email

Related Posts