প্রধানমন্ত্রীর কাছে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির জমি বরাদ্দের আবেদন হস্তান্তর

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের সাভারে জমি বরাদ্দ পাওয়ার জন্য আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আল-মামুন ও সেক্রেটারি মো. মফিজুর রহমান খান বাবু।

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা এই আবেদন হস্তান্তর করেন।

হস্তান্তরের পর সেক্রেটারি বলেন, সাংবাদিকদের এই জমিটি বরাদ্দ করা হলে, ‘বঙ্গবন্ধু সাংবাদিক সিটি’ নামকরণ করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করে জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন ।

Print Friendly

Related Posts