বদরুজ্জামান জামান
অভিনীত সুবোধ বিড়াল
শহরের সমস্ত উচ্ছিষ্ট ভক্ষণের তীব্র নেশায়
আজ যেন এক উন্মাদ কুকুর।
কুকুর আর বিড়ালের পার্থক্যে বিশালতা না থাকলেও
মানুষের মুখোশ পরে বোঝাতে চেয়েছিল সেও মানুষ।
অথচ এই শহরের ঘুমন্ত চোখ পাতা মেলে
যদি দেখে অঙ্কিত মুখোশহীন ছবির প্রদর্শনী
তখন জন্ম নেবে ধর্মীয় গেটআপ আর পোষাকের প্রতি মানুষের তীব্র ঘৃণা আর হতাশা।
ধর্মের নামে আবর্জনাসখ্য জীবনাচার হতে পারে একান্ত তোমার
ধর্ম, ধর্মীয় গেটআপ আর পোষাকের অপমানের
তোমার কোন অধিকার নাই
আমি চাইনা কেউ হোক ধর্মবিদ্বেষী প্রতারক কিংবা বেঈমান।
মানুষের আবেগ আর অনুভূতি শয়তানও বুঝে
তাই আযান হলে বায়ু ছেড়ে পালায়
তেমনি মুখোশহীন দেহে থমকে যায় কুকুর,
আর কন্ঠে উৎকীর্ণ হয় ঘুংরানো।
আসুন সমস্বরে আযান দেই
মানুষের আবেগ অনুভূতি রক্ষার আযান
আর মানুষ দেখুক মানুষের মুখোশে কেউ মানুষ হয়না
তেমনি ধর্মীয় মুখোশে কেউ ধর্মের ঠিকাদার হয়না।