টসে জিতেছে অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে ভারত

ক্রিকেট দুনিয়ার চোখ এখন ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে। কাঙ্ক্ষিত সোনালী ট্রফি কার হাতে উঠবে? ভারতের তৃতীয় নাকি অস্ট্রেলিয়ার ‘মিশন হেক্সা’? সেই প্রশ্নের উত্তর মেলাতে মাঠে নেমেছে দুদল। আগে ব্যাটিং করছে ভারত।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স।

ম্যাচটিতে দুদলের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে অজি অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে শুষ্ক মনে হচ্ছে। পরে শিশির পড়তে পারে। ফলে সেসময়ে ব্যাটিং করলে ভালো হয়। আমাদের দলের সবকিছু নিখুঁতভাবে সাজানো হয়েছে। ছেলেরা অভিজ্ঞ। তাতে একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই।’
 
ভারতের দলপতি বলেন, ‘টসে জিতলে আমরা আগেই ব্যাটিং নিতাম। বড় খেলায় আমরা মাঠে নেমেছি। এখানে বড় স্কোর দরকার। আমরা শান্ত থেকে সুন্দর খেলা উপহার দিতে চাই। মাঠে আমাদের অনেক সমর্থক থাকবে। সবমিলিয়ে একটি ভালো ম্যাচের আশা করছি।’
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
 
অস্ট্রেলিয়ার একাদশ
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
Print Friendly, PDF & Email

Related Posts