‘বাটুল দি গ্রেট’ স্রষ্টা নারায়ণ দেবনাথ হাসপাতালে

বিডিমেট্রোনিউজ ডেস্ক প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ গুরুতর অসুস্থ৷কলকাতার একটি বেলভিউ নার্সিংহোমে ভরতি করা হয়েছে তাঁকে৷ বার্ধ্যক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি৷ বয়স হয়েছে ৯১ বছর৷

সোমবার সকালে এবং মঙ্গলবার তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে জানা গিয়েছে৷ নার্সিংহোমে তাঁকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে৷

হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা তিনি৷ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস বাঙালিকে মাতিয়ে রেখেছে৷

কিশোর ভারতীতে তার আঁকা প্রথম ধারাবাহিক কমিক স্ট্রিপ হলো ম্যাজিশিয়ান পটলচাঁদ৷

Print Friendly, PDF & Email

Related Posts