কোপায় দুরন্ত কামব্যাক ব্রাজিলের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ব্রাজিলের দুরন্ত কামব্যাক।শতবার্ষিকীর কোপার গ্রুপ লিগের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলের ব্যাবধানে হাইতিকে বিধ্বস্ত করল ব্রাজিল।

 

দুর্বল হাইতিকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন কুটিনহো, রেনাত অগাস্তো ও উইলিয়ানরা। হ্যাটট্রিক করলেন ফিলিপে কুটিনহো।জোড়া গোল রেনাত অগাস্তোর। একটি করে গোল করেন গ্যাব্রিয়েল ও লুকাস লিমা।হাইতির হয়ে একমাত্র গোল জেমস মার্সেলিনের।

 

এই ম্যাচেও সনি নর্ডিকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয় ৯০ মিনিট। খেলার শুরু থেকেই সেলেকাও ব্রিগেড গোলের জন্য ঝাঁপিয়ে পড়েন।১৪ মিনিটে প্রথম গোল ফিলিপে কুটিনহোর।এরপর সারা মাঠ জুড়ে শুধুই হলুদ জার্সির ঝলকানি। ৭-১ গোলে জয় ব্রাজিলের।

Print Friendly, PDF & Email

Related Posts