আইনি জটিলতায় পড়লেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে– এমন অভিযোগ উঠেছে এ অভিনেত্রীর ‘অন্নপূর্ণা’ ছবির বিরুদ্ধে। শুধু তা-ই নয়, এ নিয়ে মুম্বাইর একটি থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেখানে নয়নতারার পাশাপাশি ছবির নায়ক, পরিচালক, প্রযোজক, প্রযোজনা সংস্থা ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আরও জানিয়েছে, গত বছরের ১ ডিসেম্বর মুক্তি পায় নবাগত পরিচালক নীলেশ কৃষ্ণার ছবি ‘অন্নপূর্ণা’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। তাঁর প্রেমিক ফারহানের চরিত্রে দেখা গেছে তামিল ছবির আলোচিত তারকা জয়কে।ছবির কাহিনি গড়ে উঠেছে ছোটবেলা থেকে শেফ হওয়ার স্বপ্ন লালন করা পুরোহিত পরিবারের এক তরুণীকে কেন্দ্র করে; যার নাম অন্নপূর্ণা। সে চায় তার রান্নারখ্যাতি ছড়িয়ে পড়ুক দেশ-বিদেশের নানা প্রান্তে। তাই নিজের শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অংশ নেয় একটি রিয়েলিটি শোতে। যেখানে রন্ধন প্রতিযোগিতার অংশ হিসেবে তাকে বিরিয়ানি রান্না করতে হয়। মূলত, ছবির বিরিয়ানি রান্নার দৃশ্যটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
কারণ, ছবিতে বিরিয়ানি তৈরির আগে নয়নতারার চরিত্র অন্নপূর্ণাকে নামাজ পড়তে দেখানো হয়েছে। কাহিনি অনুযায়ী বোঝানো হয়েছে, অন্নপূর্ণাকে যিনি বিরিয়ানি রান্না শিখিয়েছিলেন, তিনি এভাবে প্রার্থনা করেই রান্নায় হাত দিতেন। তাই অন্নপূর্ণাও সেকাজটি করে। প্রেক্ষাগৃহের পর সদ্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘অন্নপূর্ণা’ ছবির সেই দৃশ্য নিয়েই সক্রিয় সাবেক শিবসেনা নেতা ও বর্তমান বিজেপির সদস্য রমেশ সোলাঙ্কি। এ নিয়ে রাজনৈতিকএই নেতা সোশ্যালমিডিয়ায় সিনেমার ওই অংশের ভিডিও শেয়ার করে লিখেছেন, “হিন্দু পুরোহিতের মেয়ে ‘অন্নপূর্ণা অন্নের দেবী’বিরিয়ানি তৈরির আগে নামাজ পড়ছে।”
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার মধ্যেই নীরব থাকেননি রমেশ; ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআরও করেছেন। এমনকি ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রমেশ।