ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে চাক ফেটে দুর্ঘটনায় পতিত হয়েছে বিপিএল-এর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-এর টিম বাস। তবে এই সময় বাসে কোন ক্রিকেটার ছিলো না। এতে হতাহতেরও ঘটনা ঘটেনি।
রোববার (১১ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ছোট কুমিরা মছজিদ্দা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সূত্র জানায়, দলের ক্রিকেটাররা গতকাল শনিবারই বিমান যোগে চট্টগ্রামে পৌঁছেছেন। টিম বয়দের নিয়ে গতকাল গভীর রাতে টিম বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরের দিকে বাসটি সীতাকুণ্ড ছোট কুমিরা এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অপর একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-এর টিম বাসটি ক্ষতিগ্রস্ত হলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগামী ১৩ ফেব্রুয়ারি বিপিএল-এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।