চন্দ্রছাপ প্রকাশনী থেকে এবারও অমর একুশে বই মেলায় এসেছে কবি জমির উদ্দিন মিলন’র ‘নোনা জলের কাব্য’ । প্রচ্ছদ : আইয়ুব আল আমিন।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছিল কবি জমির উদ্দিন মিলনের দুটি বই। এর মধ্যে একটি কবিতার বই ‘নিঃসঙ্গ ছিল তাঁর মৃত্যু’ ও অপরটি আগাথা ক্রিস্টির ‘ডেথ ইজ ইনিভিট্যাবল’-এর অনুবাদ। সাহিত্যের সব শাখাতেই কবি জমির উদ্দিন মিলনের বিচরণ। কবিতা, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি জীবনের গল্প বলতে চান। এ পর্যন্ত দশটিরও বেশি বই বেরিয়েছে তার।
অমর একুশে বইমেলায় চন্দ্রছাপ থেকে প্রকাশিত হয়েছে কবি শাহ মতিন টিপু’র দ্বিতীয় কবিতার বই ‘জল জোছনার গান’। প্রচ্ছদ : মজনু বিশদ।
কবি শাহ মতিন টিপু’র প্রথম কাব্য ‘ছায়া ও ঘূণপোকা ’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালের বইমেলায়।
বইমেলায় চন্দ্রছাপ স্টলের নম্বর- ১৮৮/১৮৯