হাওরের বুকে পিচঢালা পথ, দৃষ্টিনন্দন সেতু। নদী-খাল-বিলের বুক চিড়ে প্রায় দশ কিলোমিটার দৈর্ঘের সড়ক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাতায়াতে আর পাড়ি দিতে হয় না ৩৫ কিলোমিটারের অধিক পথ। সড়কটি জেলা সদরের সঙ্গে বিজয়নগর উপজেলার কেবল দূরত্বই কমায়নি, ভূমিকা রাখছে স্থানীয় কৃষি-স্বাস্থ্য-শিক্ষা-অর্থনীতিতেও।
এটি শুধু একটি সড়ক ই নয়, দর্শনীয় স্থানও বটে। তাই প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী সমাগম চোখে পড়ার মতো।