জাতীয় দল থেকে আচমকা অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন দেশসেরা এই ওপেনার। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আর জাতীয় দলে ফেরেননি তামিম। তার জাতীয় দলে ফেরা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এরই মাঝে তামিমের অবসর নেওয়ার ঘোষণা ও অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে।
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ চলাকালে গত বছরের ৬ জুলাই হঠাৎই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা ওপেনার। সে সময় ঠিক কী ঘটেছিল, সেই প্রসঙ্গে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘কী ঘটেছিল? আমি এর আগে কিছুই জানতাম না। সত্যিকার অর্থে আমি এখনও জানি না কেন সে এমন (অবসর) সিদ্ধান্ত নিয়েছিল।’
এরপর তামিমের সঙ্গে আর কথাও হয়নি হাথুরুর। এমনকি বিসিবি থেকেও দুজনকে একসঙ্গে বসার ব্যবস্থা করা হয়নি মন্তব্য করে টাইগারদের প্রধান কোচ আরও বলেন, ‘সে (তামিম) অবসর নিয়ে নিলো এবং বিষয়টির বিস্তৃতি এমন উচ্চ পর্যায়ে চলে গেল, যেখানে আমাদের কিছুই করার ছিল না। এরপর আমার পুরো মনোযোগ ছিল দলের প্রতি। আমি সবসময়ই বলে আসছি– দলের চেয়ে কেউ বড় নয়।’