এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রবাসী কবি গওসার বেজা’র দুটি সমকালিন বাংলা কাব্য, প্লাবিত প্লাবন এবং একুশ ও স্বাধীনতা। বই দুটি সুধীজনের প্রশংসা কুড়িয়েছে।
অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে বই দুটি প্রকাশিত হয়েছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘চন্দ্রছাপ’ থেকে।
প্রবাসী কবি গওসার বেজা’র এই গ্রন্থ দুটির সুন্দর প্রচ্ছদ এঁকেছেন শায়লা শারমিন।
প্রবাস জীবনে প্রতিটা মুহূর্তে দেশের জন্য তার আকুল ভালোবাসা তার কবিতায় স্পষ্টভাবে বেরিয়ে আসে। কবিতা তাঁর কাছে প্রকাশের অঙ্গীকার জীবনের অনন্য সোপান। কবিতার পালতোলা নৌকাতে ভিড় করে কিছু আলো, কিছু সূর্য। তার কবিতার শরীরে আঁচড় কাটলে শোনা যায় পাখির গান, নদীর কল কল রব, প্রভাতের মূল সমীরণ, ভাসমান মানুষের কান্না, বিপ্লবের লালশিখা আর বহতা নদীর মিলন। কবির কিন্তু স্বপ্লে বিভোর নন। আকাশে বেলুন ওড়ান না কবিতা দিয়ে। তিনি সমাজের মূল আঙিনা থেকে নিয়ে আসেন কিছু কথা। তার চোখে প্রতিবাদ। তিনি সামাজ বিনির্মাণে নিবেদিত কর্মী।
কবি গওসার রেজার ভেতর আরেকটি কাব্যপ্রেমিক সত্তা বাস করে, সেটি তার বিনয় ও প্রজ্ঞার ভিতর এতোদিন বন্দি ছিল।
মেলা চলাকালীন অমর একুশে বইমেলায় ‘চন্দ্রছাপ’ প্রকাশনীর ১৮৮-১৮৯ নং স্টলে রাখা এই বই এখন অনলাইনে সংগ্রহ করা যাবে বলে জানালেন প্রকাশক এস এম মোস্তফা কামাল। ‘চন্দ্রছাপ’ প্রকাশনীর ই মেইল : chondrochhap@gmail.com