বিএফইউজে নির্বাচনী লড়াইয়ে মাঠে যারা

মেট্রো নিউজ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে দুটি প্যানেলের হিসাব মোটামুটি চূড়ান্ত । বড় কোনো অঘটন না হলে নির্বাচনী লড়াই হবে এই দুটি প্যানেলেই । প্যানেল দুটি হচ্ছে, আলতাফ মাহমুদ-মোল্লা জালাল এবং আবদুল জলিল ভুইয়া–খায়রুজ্জামান কামাল প্যানেল।

আলতাফ মাহমুদ–মোল্লা জালাল ( এনএনবি ) প্যানেলের প্রার্থীরা হলেন :

সভাপতি আলতাফ মাহমুদ ( ডেসটিনি ), সহ-সভাপতি (ঢাকা-নারায়নগঞ্জ-ময়মনসিংহ ) জাফর ওয়াজেদ ( জনকন্ঠ ), মহাসচিব মোল্লা জালাল ( এনএনবি ), যুগ্ম-মহাসচিব ( ঢাকা-নারায়নগঞ্জ-ময়মনসিংহ ) অমিয় ঘটক পুলক ( ডেইলি অবজারভার ), কোষাধ্যক্ষ ( ঢাকাসহ সারা দেশ ) আতাউর রহমান ( বাসস )।

সদস্য ( শুধু ঢাকা > ৪ জন ) : স্বপন দাস গুপ্ত ( বর্তমান ), শরিফউদ্দিন আহমেদ বিটু ( নয়াদিগন্ত ), মফিদা আকবর ( ইত্তেফাক ) ও মজুমদার জুয়েল ( একুশে টিভি )।

 

আবদুল জলিল ভুইয়া–খায়রুজ্জামান কামাল প্যানেলের প্রার্থীরা হলেন :

সভাপতি আবদুল জলিল ভুইয়া ( ডেইলি স্টার ), সহ-সভাপতি (ঢাকা-নারায়নগঞ্জ-ময়মনসিংহ ) নাসিমুন আরা হক মিনু , মহাসচিব খায়রুজ্জামান কামাল ( বাসস ), যুগ্ম-মহাসচিব ( ঢাকা-নারায়নগঞ্জ-ময়মনসিংহ ) রফিকুল ইসলাম সবুজ ( সকালের খবর ), কোষাধ্যক্ষ ( ঢাকাসহ সারা দেশ ) মধুসূদন মন্ডল ( বাসস )।

সদস্য ( শুধু ঢাকা > ৪ জন ) : সৈয়দ ইশতিয়াক রেজা ( চ্যানেল ৭১ ), জাকিরুল ইসলাম ( ইত্তেফাক ), এইচএম আনোয়ারুল করিম রাজু ( আমাদের অর্থনীতি ) ও কাজী গোলাম আলাউদ্দিন ( বাসস )।

এ ছাড়া একক প্রার্থী হিসেবে মহাসচিব পদে বাসসের ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

।। এবারের নির্বাচনে সারাদেশের ৩ হাজার ২৬৩ জন সাংবাদিক সরাসরি তাদের ভোটাধিকার প্রদান করবেন । নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ১৩ নভেম্বর সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে জানিয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts