জেনে নিন, কোথায় তিল থাকলে কী হয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনের সাফল্য-বর্থ্যতা অনেক কিছুই শরীরে তিলের অবস্থানের ওপর নির্ভর করে। কোথায় তিল থাকলে কী হয় জানাচ্ছেন জ্যোতিষী পার্থপ্রতীম আচার্য্য

কপালের ডান দিকে নাকের ওপর তিল থাকলে অপ্রত্যাশিত প্রাপ্তি ও যশোলাভের সম্ভাবনা থাকে।

চোখের নীচে তিল অধ্যবসায়ের চিহ্ন।

গলায় তিল থাকলে ধনশালী হওয়ার সম্ভাবনা কম।

image+

নীচের ও উপরের ঠোঁটে তিল বিলাসিতার চিহ্ন।

বুকে তিল সুস্থদেহ ও ভাগ্যের পরিচায়ক।

উদরে তিল থাকলে পেটুক, স্বার্থপর ও পরিচ্ছদপ্রিয়তা হয়।

ডান হাতে তিল ধৈর্য্যশীলতার চিহ্ন।

ভুরুর নীচে তিল থাকলে জীবনব্যাপী দুঃখ দারিদ্র্য থাকে।

কপালের বাঁ দিকে তিল দুঃখ ও অসত্ চরিত্রের চিহ্ন।

নাকের ডান তিল দীর্ঘজীবী, ধনবান ও অধ্যবসায়ীর চিহ্ন।

নাকের বাঁ পাশে তিল থাকলে আপনি দরিদ্র, অপব্যয়ী ও মূর্খ।

কানে তিল ভাগ্য ও যশের চিহ্ন।

ডান পায়ে তিল জ্ঞানের পরিচায়ক।

ঘাড়ের বাঁ তিল দাম্পত্যপ্রেমে সুখ, কিন্তু অসৌভাগ্যের চিহ্ন।

 

-আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email

Related Posts