কানাডায় কটাক্ষের শিকার সাকিব আল হাসান

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন শেখ হাসিনা। পাল্টে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ। দলের পতনের পরই কানাডায় খেলতে নেমে কটাক্ষের শিকার হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন সাকিব। মঙ্গলবার (৬ আগস্ট) সেখানে খেলতে নেমে প্রবাসী বাংলাদেশিদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, খেলা চলাকালে বেশ কয়েকবার টিজিংয়ের শিকার হন সাকিব। সেখানে এক ভক্তকে বলতে শোনা যায়, সাকিব ভাই পদ আছে না গেছে।

উল্লেখ্য, সংসদ বিলুপ্তি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিবসহ অন্যদের মেয়াদ ফুরিয়েছে।

এছাড়াও জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব ছিলেন সাকিব ও মাশরাফি। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন এই দুই ক্রিকেটার। 

Print Friendly, PDF & Email

Related Posts